-->

কোনো রকম অ্যাপস ছাড়াই আপনার মোবাইলের ফোল্ডার,ছবি,অডিও ও ভিডিও গান হাইড করে ফেলুন?

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ৷ আবারো নতুন একটি এন্ড্রয়েড টিপ্স নিয়ে হাজির হলাম আজ দেখাব কিভাবে এপ্স ছাড়া কোন ফাইল লুকাবেন বা হাইড করবেন

তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার File Manager এ জান।

 তারপর নিচের ছবির মত Show Hidden File লেখাতে Click করুন ৷

 তারপর (.Hide) নামে নতুন একটি Folder তৈরী করুন ৷



 এবার যেসব ফাইল(ছবি,গান,ভিডিও. ইত্যাদি) Hide করতে চান তা ঐ (.hide) ফোল্ডার Cut করে রাখুন৷ তা

রপর আবার আগের অনুযায়ী Hide Hidden Folder এ Click করুন ৷


 এবার Cheek করে দেখুন Gallary বা অন্য কোন জায়গায় আপনার ফাইলটি পান কি না ৷ আশা করি পাবেন না কারন ফাইল হাইড হয়ে গেছে ৷


 যদি আবার আগের ফাইল ফিরে পেতে চান তাহলে আবার Show Hidden File এ Click করে .hide থেকে ফাইলগুলো Cut করে আবার আগের যায়গায় নিয়ে গেলেই ব্যাস কাজ শেষ
আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook