আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালই আছ্রন সবাইকে স্বাস্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ আর এরই মাঝে গ্রামিণফোন সকল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার। যার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। রবি এয়ারটেল এবং বাংলালিংক এর মত জিপিতেও আজ মাত্র ৪৯৭ টাকায় পাচ্ছেন ৫০ জিবি ইন্টারনেট তাও আবার ৩০ দিন মেয়াদে৷
কিভাবে নিবেন অফারটি?
জিপি ৪৯৭ টাকায় ৫০ জিবি ৩০ দিন মেয়াদে অফারটি পেতে ডায়াল করতে হবে *121*3250#
অথবা আপনার Mygp এপটি ওপেন করেও পেয়ে যাবেন অফারটি।
এটি কত দিন থাকবে বলা যাচ্ছে না তবে যেহেতু স্বাধীনতা দিবিসের অফার তাই মনে হয়না বেশি সময় থাকবে। তাই যারা মাসিক প্ল্যান ব্যবহার করেন বা করতে চান তারা এক মাসের জন্য এটি নিতে পারেন।