-->

সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়ার মত একটি সুন্দর তামিল মুভি Aramm দেখুন এখন হিন্দি ডাব এ সাথে বাংলা সাবটাইটেল ও আমার দেয়া রিভিউ ত থাকছেই।

প্রথমেই সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন
আজ অনেক দিন পড়ে একটু অন্য রকম একটা স্টরি এর রিভিই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
সামনে আমার এক্সাম পারলে দোয়া/আশর্শীবাদ করবেন সবাই।বেশি কথা না বলে মুল কাজে চলে যাচ্ছি।

Movi Name Tamil: Aramm (Good
Deed~ভালো কর্ম)
Movi Name Hindi : Tejasvini Year: 2018
Language: Hindi + Tamil
Country: India
All Genres:Drama/Thriller
IMDb: 8/10
Director : Gopi Nainar
Cast : Nayanthara,Ramchandran Durairaj,Sunu Lakshmi etc.

…..মুভি নিয়ে প্রথমেই কিছু বলে নেই……
★Arham মুভির প্রতিটি দৃশ্য আমাদের সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়।
★নয়নতারা তার অভিনয় আসলেই অনেক সুন্দর।
এমনিতেও তিনি এই মুভি তে তার ক্যারেক্টার টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
★ এ পর্যন্ত নয়নতারা এর যে কয়টি মুভি আমি দেখেছি বাংলা সাব সবগুলাই আমার কাছে ভালো লেগেছে।
★ একজন ডিস্টিক অফিসার শত বাধা পেরিয়ে কিভাবে একটা গ্রাম কে রক্ষা করে তা নিয়েই মুলত গল্প টা তার মদ্ধে রয়েছে অসাধারন একটা গল্প লুকিয়ে।

……. মুভি রিভিউ…….
চলচ্চিত্রের শুরুতে তাদের 4-বছর-বয়সী কন্যা ধনসিকার একটি বিপদ ডেকে আনে একটি সাপ।
সুনু লক্ষ্মী এবং রামচন্দ্রন দুরাইরাজ চলচ্চিত্রে প্রধান দম্পতির ভূমিকা পালন করেন। একটি প্রাণবন্ত দিন, Dhansika ক্ষেতের কাছাকাছি হারিয়ে যায়, যেখানে তার মা কাজ করতে ছিল। তার কন্যা খোঁজার সময়, সুনু একটি সাপের একটি শেড চামড়া খুঁজে পায় এবং তার কন্যার নিরাপত্তার জন্য আরো উদ্বিগ্ন grows হয়। কিন্তু তার কন্যা দুর্ঘটনাবশত বা কোনো এক অজানা কারণবশত প্রায় 100 (৯৩)-ফুট-গভীর borewell এর মধ্যে নিপতিত হয়ে যায়। অন্যদিকে নয়নতারা একজন আদর্শবাদী আইএএস অফিসারের ভূমিকাতে দৃঢ়প্রত্যয়ী, যিনি রাজনীতিবিদদের দাবির আগে জনগণের চাহিদার কথা বলেছেন। এখন নয়নতারা বা তার ডিপার্টমেন্ট পারবে কি উক্ত মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে, মেয়েটি আবার দুনিয়ার আলো দেখতে পারবে কি পারবে না এসব বিষয়ের উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আর আমি আশা করি মুভিটি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না। তাই কাজের ফাঁকে সময় বের করে দেখে ফেলুন।
যাদের প্রয়জন তারা ভাল ভাবে কাহিনী বুজতে বাংলা সাব দিয়ে দেখুন।
আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook