-->

ফেসবুকে একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে আপনারা one time password ব্যবহার করে login করতে পারেন।

 আসসালামু আলাইকুম
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা । কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
ফেসবুকে কিছুদিন আগে একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে আপনারা one time password ব্যবহার করে login করতে পারেন। এই পাসওয়ার্ডটি দিনে একবার ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তী সময়ে আবার নতুন পাসওয়ার্ড নিতে পারবেন অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের কাছে ফেসবুকের পাসওয়ার্ড চেয়ে থাকে সে সময় আপনারা এই পাসওয়ার্ডটি আপনার বন্ধুদের দিতে পারেন। আপনাকে আর অরজিনাল পাসওয়ার্ডটি দিতে হলো না ‌ এর ফলে আপনার বন্ধু আপনার অরজিনাল পাসওয়ার্ডটি আর জানো না এবং আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারলো না।
চলুন এবার কাজের কথায় আসি।

যেভাবে কাজ করবেন


1. প্রথমে m.facebook.com এ প্রবেশ করুন
তার পর আপনার account এর নাম্বার নিয়ে login দিন নিচের মতো।
 এবার একটি দেখতে পাবেন Get One time password 
সেখানে ক্লিক করুন
নিচের মতো
আপনার নাম্বার বা ইমেল এ একটা কোড পাবেন
তা বক্স এ প্রবেশ করে লগিন দিন। দেখুন লগইন হয়ে গিয়েছে আজ এই পযন্ত।।
ধন্যবাদ।
আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook